ড. নাজমুন খাতুন ‘আব্বা চলেন মুক্তিযুদ্ধ জাদুঘরটা ঘুরে আসি।’ আমার বড় কন্যা নিয়ন্তাও বলে উঠল, ‘নানাভাই, এই তো বাসার কাছেই, আগারগাঁও।’ আব্বা শুনেই বললেন, ‘আগে না সেগুনবাগিচায় ছিল!’ ‘জ্বি আব্বা। এখন এখানে।’ ‘নানাভাই, কি যে সুন্দর!’ ‘আচ্ছা যাওয়া যায়।’ কেন যেন সেদিন বিকেলে যাওয়া হলো না। কিন্তু সন্ধ্যার পর মা-মেয়ে হারিয়ে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের দিনগুলোয়। একটা […]